এম. আবুহেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-পোকখালীতে পৃথকভাবে ২৪২টি পরিবার নতুন বিদ্যুত্ সংযোগ পেয়ে খুশিতে মাতোয়ারা হয়েছে এলাকার লোকজন। জানা যায়, স্বাধীনতার দীর্ঘ বছর পর থেকে আজ বিদ্যুত্ সংযোগ পেয়ে এলাকাবাসী নতুন রূপে জাগতে শুরু করেছে।
এদিকে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুভ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানটি স্থানীয় এমইউপি কেফায়েত উল্লাহ কেফার সভাপতিত্বে ও সাকলাইন মোস্তাকের পরিচালনায় ৭৮টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত্ সংযোগ শুভ উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।
এ অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, কক্সবাজার পল্লী বিদ্যুত্ সমিতির জিএম নুর মোহাম্মদ মজুমদার, কক্সবাজার পল্লী বিদ্যুত্ সমিতি বোর্ডের সচিব অনুমিতা বড়ুয়া, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি নওশাদ মাহমুদ, ঈদগাঁও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হোছন আলী, ঈদগাঁও যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, সাংগঠনিক সম্পাদক এহেছান জোহান, দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দীনসহ আরো অনেকে। স্বাধীনতার দীর্ঘ বছর পর সাংসদ সাইমুম সরওয়ার কমলের প্রচেষ্টায় আর পল্লী বিদ্যুত্ সমিতির সহায়তায় এলাকাবাসী বিদ্যুত্ সংযোগ পেয়ে খুশিতে মাতোয়ারা হতে দেখা যায়।
এলাকাবাসীর পক্ষে হোছন আলীর সাথে কথা হলে জঙ্গল মাছুয়াখালী এখন আর জঙ্গল নেই। আজ থেকে আলোতে পরিণত হয়েছে। এছাড়া বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে দেশটাকে আলোকিত করার আহবান জানান বক্তারা। একই দিন বিকেলে পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকায় আরো ১৬৪টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত্ সংযোগের শুভ উদ্বোধন করেন সাংসদ সাইমুম সরওয়ার কমল।
Home / প্রচ্ছদ / এমপি কমলের প্রচেষ্টায় ঈদগাঁওতে ২৪২টি পরিবার নতুন বিদ্যুত্ সংযোগ পেল : খুশিতে মাতোয়ারা
You must be logged in to post a comment.