সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / কক্ষপথে পৌঁছেছে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

কক্ষপথে পৌঁছেছে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

উৎক্ষেপণের ১০ দিন পর কক্ষপথে পৌঁছালো স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এটি এখন মহাকাশের ১১৮ দশমিক ৯ ডিগ্রি পূর্বদাঘিমাংশে অবস্থান করলেও আজ মঙ্গলবার (২২ মে) সকালে বঙ্গবন্ধু-১ এর জন্য নির্ধারিত ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

তিনি জানান বঙ্গবন্ধু-১ ঠিক মত কাজ করছে এবং কারিগরি কোন সমস্যা নেই। তবে এর পুরোপুরি নিয়ন্ত্রণ পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে গত ১১ মে স্থানীয় সময় বিকাল ৪টা ১৪ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/06/Sagar-11-6-24.jpeg

ঈদগাঁও উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৯৬টি পরিবার পাচ্ছেন গৃহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় এবার ১৯৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/