সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারের বাঁকখালী নদীতে হাজার হাজার জাতীয় পরিচয়পত্র ভাসছে

কক্সবাজারের বাঁকখালী নদীতে হাজার হাজার জাতীয় পরিচয়পত্র ভাসছে

কক্সবাজারের বাঁকখালী নদীতে হাজার হাজার জাতীয় পরিচয়পত্র ভাসছে

অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:

কক্সবাজারে বাঁকখালী নদীতে ভাসছে শত শত জাতীয় পরিচয়পত্র। বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারীঘাটপাড়া পয়েন্ট থেকে ভাসমান পাঁচশতাধিক ভোটার আইডিকার্ড উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ভোটার আইডিকার্ডগুলো থানায় নিয়ে আসে। এ সময় আরও অন্তত কয়েকশ আইডিকার্ড নদীতে ভাসমান অবস্থায় রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

স্থানীয়রা জানান, নদীতে আইডিকার্ড ভাসমান অবস্থায় দেখে জেলেদের দিয়ে কয়েকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইডিকার্ড গুলোর মধ্যে রয়েছে- আবছার, পিতা চাঁদ মিয়া, মাতা ধয়া খাতুন, চৌফলদণ্ডি, দক্ষিণ মাইজপাড়া, কক্সবাজার সদর, কক্সবাজার। আইডিকার্ড নং-২২১২৪১১৪৯০৪১৬। আয়েশা বেগম, স্বামী মু. আলী, মাতা রাশেদা বেগম, খোনকারখিল, চৌফলদণ্ডি, কক্সবাজার সদর, কক্সবাজার। আইডিকার্ড নং-২২১২৪১১৪৯৪১০৫। আবদুর রহিম, পিতা কাশেম আলী, মাতা গোল চেহের বেগম, পশ্চিম চৌফলদণ্ডি, কক্সবাজার সদর, কক্সবাজার। আইডিকার্ড নং-২২১২৪১১৪৮৯০৬৫। জরিনা খাতুন, স্বামী নুরুল হক, মাতা সোনা বিবি, চৌফলদণ্ডি, দক্ষিণ মাইজপাড়া, কক্সবাজার সদর, কক্সবাজার। আইডিকার্ড নং-২২১২৪১১৩০৮৪০৮।

স্থানীয়রা আরও জানান, এরকম আরও অন্তত কয়েকশ জাতীয় পরিচয় পত্র (আইডিকার্ড) স্থানীয়দের হাতে রয়েছে। তাছাড়া নদীতে ভাসছে কয়েক হাজার ভোটার আইডিকার্ড।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম, ফরিদুল আলম, আবছার, মনির, জাহাঙ্গীরসহ অনেকে জানায়, সকাল থেকে নদীতে ভাসছে হাজারো জাতীয় পরিচয়পত্র (আইডিকার্ড)। কিছু উদ্ধার করলেও ভয়ে অনেকেই এসব আইডিকার্ড হাতে নিতে চাচ্ছে না।

তারা ধারনা করছেন, স্থানীয় নির্বাচন অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা বিশাল টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক বানানোর জন্য নদীপথে এসব জাতীয় পরিচয় পত্র সরবরাহ করা হচ্ছিল। কিন্তু মাছ ধরা বন্ধের মৌসুম হওয়ায় নদীতে কোস্ট গার্ড কিংবা নৌবাহিনীর অভিযান বৃদ্ধি পাওয়ায় পাচারকারীরা ভয়ে এসব আইডিকার্ড নদীতে ফেলে দিয়েছে।

এ বিষয়ে জানতে কক্সবাজার সদরের নির্বাচন অফিসার বেদারুল আলমের মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

জেলা নির্বাচন অফিসার মো. মেজবাহ উদ্দিনের ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে নির্বাচন অফিস সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আইডিকার্ডসমূহ জব্দ করা হয়েছে। তদন্ত করেই আসল রহস্য বের করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/