অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:
সারা বিশ্বের ন্যায় কক্সবাজার শহরসহ জেলাব্যাপী পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাব গাম্ভির্য ও ত্যাগের মহিমায় বিপুল উত্সাহ উদ্দীপনায় এবার কোরবানীর ঈদ উদযাপন করেছেন কক্সবাজার জেলাবাসী। ঈদের দিন শুক্রবার সকাল থেকে রোদ্দরোজ্জল পরিবেশ দেখা গেছে জেলা ব্যাপী। ভাব গাম্ভির্যপূর্ণ পরিবেশে সুন্দরভাবে সকলেই বিভিন্ন ঈদগাঁহ ময়দানে নামাজ আদায় করেছেন।
মুসলমানদের উম্মার ২য় বৃহত্তম উত্সব ঈদুল আযহা নানা আয়োজনে ২৫ সেপ্টেম্বর শুক্রবার পালিত হয়। কক্সবাজার পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় ঈদুল আযহার প্রধান ঈদ জামাত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের নামাজে ইমামতি করেন কক্সবাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। একই দিন বিভিন্ন সময়ে কক্সবাজার কেন্দ্রিয় জামে মসজিদ, বদর মোকাম জামে মসজিদ ও দক্ষিণ বাহারছড়াস্থ বায়তুস সালাত জামে মসজিদসহ জেলা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতে মক্কার মিনায় পদদলিত হয়ে নিহতদের জন্য এবার বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে ঈদ জামাতের পরপরই ঈদের কোলাকুলি ও ঘরে-ঘরে কোরবানীর মাংস রান্না পোলাও খাওয়া, দুপুর থেকে বাড়ী বাড়ী যাওয়া, সিনেমা হল, পার্কে বেড়ানোর ধূম পড়ে যায়। বিকেলে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকত সহ সকল দশর্নীয় স্থানে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।
You must be logged in to post a comment.