কর্ণফুলী নদীর তীরে এক যুবকের লাশ উদ্ধার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কর্ণফুলী নদীর তীরে চাক্তাই মোহনায় তারেক নামক এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদীর চাক্তাই খালে মোহনায় ১৫ সেপ্টম্বর বিকাল ৩টায় মালবাহি ট্রলার থেকে তাকের (২৪) নামের এক যুবক নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে পায়নি। দুইদিন পর অথাৎ বৃহস্পতিবার সকালে একই স্থানে নিখোঁজ তারেকের লাশ ভেসে উঠে। তারেকের আত্মীয়-স্বজন লাশ নদী থেকে তুলে নিয়ে তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের মাতবর পাড়ার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে।
জানা গেছে, ১৫ সেপ্টেম্বর সকালে কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ স্টীমারঘাট থেকে কার্গো ট্রলার যোগে বাজারের নিত্যপ্রযোজনীয় মালামালের জন্য বন্দরনগরী চট্টগ্রামের চাক্তাই কাচাঁবাজারে উদ্দেশ্যে আসছিল। ওইদিন মালামাল উঠানামা করার সময় তারেক কর্ণফুলী নদীতে পড়ে যায়। সে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়ার বাসিন্দা মরহুম জনজুর আলমের ছেলে।
You must be logged in to post a comment.