কুতুবদিয়া উপজেলায় বৃহস্পতিবার বিকাল ৩টায় কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের অস্থায়ী কার্যালয়ে কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের এক জরুরী সভা ইউনিয়ন আ’লীগের আহবায়ক আজমগীর মাতবরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কৈয়ারবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নূরুল হোছাইন ফকির ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনাকে এবং ইউনিয়ন আ’লীগের সিনিয়র নেতা কর্মীদের অকথ্য ভাষায় গালি-গালাজসহ সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে সংগঠনের কর্মকান্ড থেকে সাধারণ সম্পাদকে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের আহবায়ক মোঃ আজমগীর মাতবর, যুগ্ম আহবায়ক মোসলেম খাঁন, যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ ইদ্রিছ, ৩নং ওয়ার্ড সভাপতি আহম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক হরি রঞ্জন শীল, ১নং ওয়ার্ড সভাপতি ওয়াজ উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ড সভপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ, ৬নং সভাপতি বদিউল আলম, ইউপি সদস্য আমান উল্লাহ, মীর কাসেম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শামসুল আলম, ৪নং ওয়ার্ড সভাপতি মফিজ আলম প্রমুখ।
উপরোল্লিখিত নেতৃবৃন্দদের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
You must be logged in to post a comment.