Home / প্রচ্ছদ / চকরিয়ায় এলজিসহ যুবক আটক

চকরিয়ায় এলজিসহ যুবক আটক

Handcuff - 19 (c)মুকুল কান্তি দাশ, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরী (এলজি)সহ আবদুর রহিম (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটা ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। রহিম ওই এলাকার রাহমত উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, রাত্রীকালীন ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ এক যুবক মছনিয়াকাটা ষ্টেশন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই সুজন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ রহিম নামের যুবককে আটক করা হয়। ধারনা করা হচ্ছে সে ডাকাতি করার উদ্দেশ্যে এ অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: