সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় জলবায়ু অর্থায়ন বিষয়ক সনাক-টিআইবি’র মানববন্ধন

চকরিয়ায় জলবায়ু অর্থায়ন বিষয়ক সনাক-টিআইবি’র মানববন্ধন

জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানে অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে বিশে^র ১৯৭টি দেশ ২০১৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসি) কর্তৃক আয়োজিত কপ ২১ সম্মেলনে প্যারিস চুক্তিতে সম্মত হয়। উক্ত চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সারাদেশে টিআইবি’র উদ্যোগে বিশ্বের শিল্পোন্নত দেশ সমূহের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার চিরিংগা নিউমার্কেটের সামনে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কার্বন নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণায়ণের জন্যে দায়ী শিল্পোন্নত দেশ গুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকির সম্মুখীন দেশসমূহকে ক্ষতিপূরণ বাবদ প্রতিশ্রুত অর্থ প্রদানে প্রথম থেকেই গড়িমসি করছে। সর্বোচ্চ দূষণকারী দেশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন প্রশ্নে বেশকিছু প্রশ্নবিদ্ধ পদক্ষেপ গ্রহণ করায় প্যারিস চুক্তির ভবিষ্যৎ বিষয়ে বিশ্বব্যাপী উদ্বেগ আরো বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি হতে বের হয়ে গেলে উন্নয়নশীল দেশগুলো ব্যাপক ঝুঁকির সম্মুখীন হবে বলে মানববন্ধনে বক্তরা আশংকা প্রকাশ করেন।

সনাক ইয়েস উপ-কমিটির আহবায়ক জিয়া উদ্দিন জিয়ার সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো:জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন-চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, নিসচার সভাপতি সোহেল মাহমুদ, স্বজন সদস্য হেলাল উদ্দিন, সনাকের ইয়েস সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/