পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ এমপি আজ শুক্রবার বিকালে চকরিয়ায় আসছেন। আকাশ পথে কক্সবাজার পৌঁছে নৌপথে পেকুয়ার মগনামা হয়ে চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন কোণাখালীর কন্যারকুম এলাকার সম্প্রতি ভয়াবহ বন্যা- জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পাউবো’র নিয়ন্ত্রণাধীন বেড়িবাঁধ সরজমিন পরিদর্শন করবেন। পরে চকরিয়ার পৌরশহরস্থ সওজের বাংলোতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ নিশ্চিত করেছেন।
You must be logged in to post a comment.