নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় সনাতনধর্মাবলম্বীরা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সার্বজনীন শ্রী শ্রী বিশ্বকর্মা পূঁজা। চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে চকরিয়া স্বর্ণ শিল্প কারিগর কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শুক্রবার ১৮ সেপ্টেম্বর দিনব্যাপী পালিত বিশ্বকর্মা পূঁজা শুরু হয়ে পবিত্র গীতাপাঠের মাধ্যমে।
গীতাপাঠে অংশ নেন শ্রী গুরু গীতা সংঘ চকরিয়া শাখার সদস্যরা। এছাড়া পূষ্পাঞ্জলী অর্পন, শ্রী শ্রী অনুকুল ঠাকুরের প্রার্থনা, আরতী ও সন্ধ্যা পূঁজা ছাড়াও ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
এ পূঁজা উদযাপনে সার্বিক তত্ত্বাবধান করেন স্বর্ণ শিল্প কারিগর সমবায় সমিতির সভাপতি রতন ধর, সাধারণ সম্পাদক নিউটন বসাক, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি টিপু ধর ও সাধারণ সম্পাদক পঙ্কজ ধরসহ সদস্যরা।
You must be logged in to post a comment.