এম. আবুহেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও চাঁন্দেরঘোনার এক বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জানা যায়, ২ অক্টোবর দুপুর বারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম চাঁন্দেরঘোনা এলাকার ফরিদুল আলম প্রকাশ ফরিজার বাড়ীতে রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডারের আগুনে বসতবাড়ীতে অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ড কবলিত বাড়ীর কাপড়-চোপড়, আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয় লোকজন সূত্রে প্রকাশ।
এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস এসে পৌছায়।
এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান স্থানীয় লোকজন। এ ব্যাপারে স্থানীয় এমইউপি সেলিম উল্লাহ সিরাজীর সাথে হলে তিনি গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন।
কালিরছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দীন, চোখের দেখা অনুযায়ী অগ্নিকান্ড কবলিত এ বসতবাড়ীতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানান।
You must log in to post a comment.