ক্রীড়া প্রতিবেদক
বিসিবি আয়োজিত ২০১৫-১৬ ক্রিকেট মৌসুমের জন্য বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব কক্সবাজারে সম্পন্ন হয়েছে। ২৩ সেপ্টেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন লন টেনিস কোটে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনূর্ধ ১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেটার প্রাথমিক বাছাইপর্ব সম্পন্ন হয়। তিন ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন ডিএসএ’র ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, সদস্য আলী রেজা তসলিম, জেলা ক্রিকেট কোচ ফরহাদ ও জাতীয় ক্রিকেটার আশরাফুল আজিজ সুজন।
অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮ ক্রিকেটের জন্য প্রাথমিক বাছাইকৃত খেলোয়াড়গণ
অনূর্ধ-১৪: মামুন, শাহার, ফরিদ, রাহিনুল, রায়হান, জয়, সাজ্জাদ হোসেন, দাহিয়ান, অভি, সালমান, আবিদুল হক, জিয়াজুল আরফাত, ইমন, মোবারক, আকিব, আশরাফুল, রফিক, জাইতু, সোহেল, আসিফ, নিহাল, আলভি, ইজাতুল, রিসাদ, আশিকুর, সামি, তাওসিফ, সাকিব, আরফাত, আবছার, নিশাত, তাজওয়ার, রুমিউল, আবিদ, রাফি, সাজ্জাদ (২)।
অনূর্ধ-১৬: রুহুল্লাহ, জিহান, হাছিব, আদর, শাকিল, আমরান, ইব্রাহীম, রিদুয়ানুল, শুভ, মিশকাত, সাজ্জাদুল, ফরহাদ, হুমায়ুন, রানা, জাবের, সামিন, পাভেল, ছোটন, আরফাত, সোহাগ, মোর্শেদ, আদিল, এরফানুল, মাজেদ, নোমান, ইউনুস, শাহীন, ইমরান, ইউনুস (২), পার্থ, বক্কর, অজয়, এনামুল, রাকিব, আদনান।
অনূর্ধ-১৮: সাগর, ফাহিম, আনিস, রকিব, শিপু, কামরুল, সাখাওয়াত, সম্রাট, সাজেদুল, রাকিব, তানভীর, কামাল, রুবেল, ইমতিয়াজ, জামশেদ, আলিফ, আলী, রিফাত, আজাদ, শাহাদাত, মিনার, কাউছার, রবিন, সাদমান, সাইফুল্লাহ, আব্দুল খালেক, সাফিন, হাছিব, শাহরিয়ার, মাহমুদুল, তাহাদিল, তোহা, জয়দাশ। উল্লেখিত খেলোয়াড়দের পিএসসি/জেএসসি/এসএসসি সনদের ফটোকপি ও জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ও ১কপি পাসপোর্ট ও ১কপি স্ট্যাম্প সাইজের ছবি আগামী ১ অক্টোবর মধ্যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের অফিস কক্ষে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
You must be logged in to post a comment.