নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:
সীমান্ত উপজেলা টেকনাফে টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলা ফুলের ডেইল মুহাম্মদ ফিরোজের বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজা সহ বাড়ী মালিক এবং হ্নীলা এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী বাবুলকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, ৫ অক্টোবর ভোর রাত ২টা ১৫মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাফায়েত আহমেদের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলার ফুলের ডেইল এলাকার মৃত এলহাদাতের ছেলে ফিরুজের বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ির মালিক ফিরোজ এবং ইয়াবা ব্যবসায়ী স্থানীয় মৃত আব্দুল গাফফারের ছেলে শামসুল আলম বাবুল ওরফে রিয়াজ উদ্দিন বাবুলকে (৩৫) ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.