নিজস্ব প্রতিনিধি, কক্সভিউ:
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত দুই মানবপাচারকারীকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানা পুলিশের ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার।
গ্রেপ্তারকৃতরা হল একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আবু তাহের (৫০) ও মৃত আবুল হোসেনের ছেলে করিম উলাহ (৪২)।
টেকনাফ থানা পুলিশের ওসি মোঃ আতাউর রহমান খোন্দাকার জানান, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবপাচার বিরোধী অভিযান শুরুর পর থেকে গ্রেপ্তারকৃতরা পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরছে এমন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়।
তিনি আরও জানান আটকৃতরা দুই জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানব পাচারকারী এবং দুই জনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
You must log in to post a comment.