সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে হাতাহাতিতে বৃদ্ধ নিহত

টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে হাতাহাতিতে বৃদ্ধ নিহত

Teknafটেকনাফ সংবাদদাতা:

সীমান্ত উপজেলা টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে ধস্তাধস্তিতে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে সাবরাং হারিয়াখালী গ্রামের মৃত নজির আহমদের ছেলে আলি আহমদ (৬০)। ৮ জুলাই বেলা ৩টায় হারিয়াখালী সাইক্লোন শেল্টারে লুডু খেলার সময় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি গ্রহন করেছে। এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ প্রদান করেনি বলে জানান তিনি।

জানা যায়, হারিয়াখালী গ্রামের বয়স্ক কয়েক ব্যক্তি সাইক্লোন শেল্টারের নীচে লুডু খেলছিল। খেলাকে কেন্দ্র করে আলি আহমদ ও সমবয়সী একই এলাকার জব্বারের পুত্র কালামিয়ার মধ্যে তর্কাতর্কি ও একপর্যায়ে দুইজনের মাঝে হাতাহাতি হয়। উপস্থিত লোকজন তাদেরকে নিবৃত্ত করে। এসময় আলি আহমদ অসুস্থ বোধ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/