সীমান্ত উপজেলা টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে ধস্তাধস্তিতে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে সাবরাং হারিয়াখালী গ্রামের মৃত নজির আহমদের ছেলে আলি আহমদ (৬০)। ৮ জুলাই বেলা ৩টায় হারিয়াখালী সাইক্লোন শেল্টারে লুডু খেলার সময় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি গ্রহন করেছে। এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ প্রদান করেনি বলে জানান তিনি।
জানা যায়, হারিয়াখালী গ্রামের বয়স্ক কয়েক ব্যক্তি সাইক্লোন শেল্টারের নীচে লুডু খেলছিল। খেলাকে কেন্দ্র করে আলি আহমদ ও সমবয়সী একই এলাকার জব্বারের পুত্র কালামিয়ার মধ্যে তর্কাতর্কি ও একপর্যায়ে দুইজনের মাঝে হাতাহাতি হয়। উপস্থিত লোকজন তাদেরকে নিবৃত্ত করে। এসময় আলি আহমদ অসুস্থ বোধ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
You must be logged in to post a comment.