অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:
এনজিও সোয়াব এর মাধ্যমে তুরস্কের দাতব্য সংস্থা সাদেকা কর্তৃক প্রদত্ত কোরবানীর পশুর মাংস দুস্থদের মাঝে বিতরণ করেছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী নারী সংঠন দিগন্ত মহিলা সংস্থা।
শুক্রবার সকালে উত্তর তারাবনিয়ারছড়াস্থ জুলেখা মঞ্জিলে দিগন্ত মহিলা সংস্থার কার্যালয় প্রাঙ্গনে ৪০জন দুস্থ, বিধবা ও এতিমদের মধ্যে পবিত্র ঈদ উল আযহার কোরবানীকৃত গরুর মাংস বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর চম্পা উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর কম্পিউটার প্রশিক্ষক এমএমআর মাসুদ রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ শাহজাহান, দিগন্ত মহিলা সংস্থার উপদেষ্ট মন্ডলীর সদস্য নুরুল আজিম, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ হুমায়ুন কবীর ভূঞা, সভাপতি মুসলিমা আক্তার, সাধারণ সম্পাদক আশেকা জাহান সহ সংগঠনের সদস্যরা।
You must log in to post a comment.