নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবাজারের পেকুয়া থানার তালিকাভুক্ত শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ী কুলসুমা বেগম (৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাইয়াঘোনার চরপাড়া থেকে তাকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, আফিম ও নগদ ২১০০ টাকাও উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী কুলসুমা বেগম উপজেলা সদর ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আহমদের মেয়ে।
পেকুয়া থানার ওসি আব্দু রকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
ওসি আরো বলেন, মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.