পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র-ছাত্রী সহ ১৪জন যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মগনামা থেকে চিরিঙ্গাগামী একটি ম্যাজিক সার্ভিসের গাড়ী পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম মাথায় আসলে বিপরীত দিকে থেকে আসা একটি সি.এন.জিকে বাচাতে গিয়ে ম্যাজিক গাড়ীটি একটি গাছের সাথে ধাক্কা দেয় এসময় দুজন স্কুল ছাত্রী গুরুতর আহত হলে দ্রæত তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের পরিচয় পাওয়া যায়নি।
অন্যান্য আহতরা হলো ব্যবসায়ী মো.হোসেন, পেকুয়া জি.এম.সির নবম শ্রেনীর ছাত্রী খাদিজা বেগম, সপ্তম শ্রেণীর ছাত্রী মোরশিদা, পেকুয়া বালিকা উ্চ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী হাছিনা, সুমি আকতার, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা, মডেল কেজির সপ্তম শ্রেণীর ছাত্র শাহরিয়ার, ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফয়সাল মাহমুদ আতিক, মিকাত ও মুনিরুল্লাহ সহ অজ্ঞাত পরিচয়ধারী মোট ১৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যাজিক গাড়ীটি জব্দ করেছে। আহতদের পেকুয়া সরকারী হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
You must log in to post a comment.