মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়ায় লবণ বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে আহত শিশু দীপা তালুকদার (১৪) চিকিত্সা চলাকালে মারা গেছেন। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীপা মারা যায় বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম। এ নিয়ে সোমবারের দুর্ঘটনায় নিহতের সংখা বেড়ে ৪-এ উন্নীত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফকিরখিল এলাকার মৃত হিমাংশু তালুকদারের ছেলে কমল তালুকদার (৪৫), কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ভিলেজার পাড়ার মা-মেয়ে শরীফা আক্তার (২৬) ও আঁখিমনি (৮)। মর্মান্তিক দুর্ঘটনায় বাবা কমল তালুকদার মারা যাওয়ার ২২ঘন্টা পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মেয়ে দীপা তালুকদার (১৪)। তার মা কাজলী তালুকদারের অবস্থাও সংকটাপন্ন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়। এছাড়া চমেক হাসপাতালে দুর্ঘটনায় দগ্ধ আরো ৪জনের অবস্থা আশংকাজনক।
অপরদিকে আহত ১০-১১ মাস বয়সী অজ্ঞাত শিশুর পরিচয় মিলেছে। ওই শিশু ঘটনাস্থলে নিহত শরীফা আক্তারের মেয়ে আরমিন বলে নিকটাত্মীয় ছাবের জানায়।
You must be logged in to post a comment.