Home / প্রচ্ছদ / বাংলাদেশে পশ্চিমাদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক: প্রধানমন্ত্রী

বাংলাদেশে পশ্চিমাদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক: প্রধানমন্ত্রী

বাংলাদেশে পশ্চিমাদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক: প্রধানমন্ত্রী

ইতালীয় নাগরিক হত্যার কারণে বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতিসংঘের বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সব ধরণের পদক্ষেপ নিয়েছে তার সরকার। সংবাদ সম্মেলনে বাংলাদেশে অর্জিত নানা সাফল্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন ব্যাহত করার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। শেখ হাসিনা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনো ভাবেই সহ্য করা হবে না। কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া মানে সংবিধান লঙ্ঘন করা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘একজন বিদেশি নাগরিক বাংলাদেশে মারা গেছেন। এটি অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। কিন্তু এই নিউইয়র্ক শহরেই আমাদের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। তখন এখানকার সরকার ও কোনো দূতাবাস রেড অ্যালার্ট জারি করেনি। তবে বাংলাদেশে কেন বিভিন্ন দূতাবাস দিলো, সেটি আমরা জানি না’।

সূত্র:প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: