সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বান্দরবানে মানবিক ব্লাড ডোনার গ্রুপে কমিটি গঠন- সভাপতি ; ক্যাসিং অং সাধারন- সা অংসিং

বান্দরবানে মানবিক ব্লাড ডোনার গ্রুপে কমিটি গঠন- সভাপতি ; ক্যাসিং অং সাধারন- সা অংসিং

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
মানবতা সহায়তা কাজে নিজেকে বিলিয়ে দিতে বান্দরবানে মানবিক ব্লাড ডোনার গ্রুপে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ক্যসিং অং মারমা ও সাঅং সিং মারমাকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদরে আলাঙরং বিএমএসসি লাইব্রেরিতে প্রধান অতিথি এই কমিটি ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে মানবিক ব্লাড ডোনার গ্রুপ সভাপতি ক্যসিং অং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা।

মানবিক ব্লাড ডোনার গ্রুপে মোট ৩১ জন বিশিষ্ট আগামী ৫ বছরের জন্য কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ক্যসিং অং মারমা ও সাধারণ সম্পাদক পদে সা অংসিং মারমাকে ঘোষণা করা হয়।

মানবিক ব্লাড ডোনার গ্রুপে সাধারণ সম্পাদক সা অংসিং মারমা সঞ্চালনায় বান্দরবান জেলা শাখা বিএমএসসি সভাপতি অংচিং উ মারমা,বালাংধারা জেলা প্রতিনিধি ও মানবিক ব্লাড ডোনার গ্রুপে প্রচার – প্রকাশনা সম্পাদক আকাশ মারমা মংসিং, যুগ্ম সম্পাদক অংশৈচিং মারমা, অর্থ- সম্পাদক শৈক্যচিং মারমা, উপ-সহকারী সম্পাদক নুমং উ মারমাসহ মানবিক ব্লাড ডোনার গ্রুপে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ১০ জন নিয়ে মানবিক ব্লাড ডোনার গ্রুপ গঠন করা হয়েছিল। প্রায় ৪ বছর পর এই ব্লাড ডোনার গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়।

Share

Advertisement

x

Check Also

লামা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ নির্বাচনে নুরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামা উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ...

%d bloggers like this: