সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিতর্কিত মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন নুসরাত ফারিয়া

বিতর্কিত মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন নুসরাত ফারিয়া

বিতর্কিত মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন নুসরাত ফারিয়া

বিতর্কিত মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন নুসরাত ফারিয়া

কলকাতার এবেলা পত্রিকায় দেওয়া বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন নুসরাত ফারিয়া।
তিনি একটি অডিও বার্তায় বলেন, ‘আমি ছোটপর্দায় কাজ করেছিলাম।তো সেই ধারণা থেকে আমার মনে হয়েছিলো যে, ইন্ডাস্ট্রি বলতে হয়তো টেলিভিশন মিডিয়াকেই ধরা হয়। কিন্তু চলচ্চিত্রে কাজ করতে এসে বুঝেছি এটা অনেক বড় একটা জায়গা। আমি এখনো এমন কেউ হয়ে উঠিনি যে, আমার ইন্ডাস্ট্রি নিয়ে আমি কোন স্টেটমেন্ট দিবো। যাই হোক আমি আমার মন্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’
ফারিয়ার সমালোচনায় মুখর পরিচালকরা
কলকাতার এবেলা পত্রিকায় নুসরাত ফারিয়া এক সাক্ষাত্কারে মন্তব্য করেছেন ‘বাংলাদেশে ইন্ডাস্ট্রি বলতে কিন্তু মূলত টেলিভিশন ইন্ডাস্ট্রিকেই বোঝায়। ওখানে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার সেটা দেখে বিচার করা হয় কে ষ্টার আর কে ষ্টার নয়!’ এমন মন্তব্যে সিনেমাপ্রেমীদের সঙ্গে সঙ্গে ক্ষেপেছেন পরিচালকরাও।এমন কি তরুণ পরিচালক শামীম আহমেদ রনি তার ছবি বয়কট করারও আহ্বান জানিয়েছেন।
সাফিউদ্দীন সাফি, সৈকত নাসিরসহ বেশকিছু পরিচালক ফারিয়ার কড়া সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছেন।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক বলেন, ‘বাংলা ভাষা, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বোপরী বাংলাদেশ এটা তোমার আমার এবং আমাদের সকলের…কে

নো নিজেকে এবং নিজের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছোট করছো? এতো তো বাংলাদেশেকে ছোট করা হয়…।
বাংলাদেশের ফিল্ম ইন্ডাষ্ট্রি এতো বড় যে সেখানে তুমি ধূলিকণা মাত্র। নিজের ফিল্ম ইন্ডাষ্ট্রি কে ভালোবাসো, মাতৃভাষাকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে।’
সাফি উদ্দীন সাফি বলেন, ‘এটা তুমি ঠিক বলোনি।আমাদের চলচ্চিত্রকে তুমি অপমান করেছো। এর জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত্।আর তুমি সোস্যাল মিডিয়ার ফলোয়ারের কথা বলছো ১ কোটি ফলোয়ারের একজন রাস্তায় দাড়াক কেউ ফিরেও তাকাবে না কিন্তু ফিল্মের একজন স্টার রাস্তায় দাড়ালে কয়েক ঘন্টার জন্য ঢাকা অচল হয়ে যাবে যানজটের কারণে।তখন বুঝবে কে স্টার।’
শামীম আহমেদ রনি বলেন, ‘দুই কলম এ বি সি ডি জানা দুইদিনের নায়িকা’র সিনেমা বয়কট করলাম।কারন আমি আমার দেশকে ভালবাসি, আমার চলচ্চিত্র’কে ভালবাসি।আমার ভাষাকে ভালবাসি, নায়িকা’র ছবি আমার দেখার দরকার নাই, কারন বাংলাদেশে অপু বিশ্বাস, মাহি, ববি, পরীমনি, জয়া, তিশা সহ প্রচুর নায়িকা আছে। যাঁরা সত্যিকারের স্টার। ফেইসবুকে টাকা দিয়ে ফলোয়ার বানানো স্টার দরকার নাই…
-দেশেবেদিশেডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/