গিয়াস উদ্দীন ভুলু, টেকনাফ
টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার পাচারকালে বিপুল পরিমান ঔষুধসহ নৌকা জব্দ করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা হ্নীলা জাদিমুরা উমর খাল সংলগ্ন নাফনদীতে অভিযান চালিয়ে প্রফেরা ইনজেকশন, ডেক্সসেন ইনজেকশন, ডেসলর ট্যালেট, পিরিটন ট্যাবলেট, মেক্স প্রু ট্যাবলেটসহ বিভিন্ন প্রকারের বিপুল পরিমান ঔষুধসহ নৌকা উদ্ধার করা হয়।
উদ্ধার ঔষুধ ও নৌকার আনুমানিক লক্ষাধিক টাকা বলে জানায়। উদ্ধার ঔষুধ ও নৌকা শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয় বলে জানিয়েছেন ৪২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন।
You must log in to post a comment.