জনপ্রিয় মডেল অভিনেত্রী ও লাক্সতারকা মেহজাবিন চৌধুরী নিজেকে ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে না নেয়া পর্যন্ত বিয়ে করবেন না। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে চাপ দেয়া হলে তিনি তাদের এ কথা জানিয়ে দেন। মেহজাবিন জানান, পড়ালেখার পাশাপাশি অভিনয় ও মডেলিংয়ে নিজের অবস্থানকে আরো মজবুত করতে চান। এরপরই তিনি সংসারী হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবেন।
পছন্দের কেউ আছে কি না এ ব্যাপারে জানতে চাইলে মেহজাবিন সহাস্যে বলেন, ‘বিয়ের পর স্বামীর সঙ্গেই প্রেম করব। তার আগে নয়। তা ছাড়া ক্যারিয়ারের কথা চিন্তা করে এ বিষয়ে ভাবারও সময় পাচ্ছি না।’
আজকাল ফেসবুকে মেহজাবিনকে অনেক সময় কাটাতে দেখা যাচ্ছে। তা স্বীকার করে মেহজাবিন বলেন, ‘কাজের ফাঁকে বেশির ভাগ সময় আমি ফেসবুকে থাকি। নাটক কিংবা মডেলিংয়ের সঙ্গে জড়িত আমার বন্ধুদের একটা গ্রুপ আছে। সেখানে শত ব্যস্ততার মাঝেও একে অন্যের সঙ্গে চ্যাট করি। তা ছাড়া আধুনিক জীবনে ইন্টারনেট ছাড়া চলার কথা ভাবাই যায় না।’
এবারের ঈদে মেহজাবিনের প্রায় ১৫টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। অধিকাংশ নাটকেই তার বিপরীতে অভিনয় করেছেন সজল, নাঈম ও অপূর্ব। তা ছাড়া ঈদের কয়েকটি নৃত্যানুষ্ঠানেও তিনি নৃত্য পরিবেশন করেছেন। কখনো নাচ শিখেছেন কি না- জানতে চাইলে মেহজাবিন বলেন, ‘না, প্রাতিষ্ঠানিকভাবে কখনো নাচ শিখিনি। তবে এখন শিখছি। ইভান শাহরিয়ার সোহাগের কাছে বর্তমানে এ বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছি।’
-দেশেবিদেশেডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.