হজের সময় ভিড়ের চাপে মিনায় নিহত ২৬ জন বাংলাদেশির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের হজ অফিস।
এসব বাংলাদেশির লাশ মক্কার একটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কামরুজ্জামান ভুইয়া বিবিসিকে জানান নিহত ২৬ জনের মধ্যে ১৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে।
এছাড়া আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
তবে নিখোঁজ এখনো কতজন রয়েছেন সে সম্পর্কে কোন তথ্য তিনি দিতে পারেননি।
এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন ভিড়ে চাপা পড়ে নিহতদের আরো ‘বেশ কিছু’ ছবি বাংলাদেশের কর্মকর্তাদের হাতে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, যাদের মধ্যে কেউ বাংলাদেশি আছেন কিনা তা এখন পরীক্ষা করা হচ্ছে।
সবশেষ যে ছবিগুলো সৌদি কর্তৃপক্ষ দিয়েছে, সেগুলো এখন নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
তারা জানান, দূতাবাসের মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে নিখোঁজ হাজিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।
গত বৃহস্পতিবার মক্কার নিকটবর্তী মিনায় হজ্জের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর সকালে মিনার জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭৬৯ জন নিহত হন।
– শীর্ষনিউজডটকম,ডেস্ক।
You must log in to post a comment.