অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালো ভারত-মার্কিন বাণিজ্য বিষয়ে দেশটির অন্যতম নীতি নির্ধারক সংস্থা ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল।
ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান অজয় বাঙ্গা চিঠিতে এ আমন্ত্রণ জানান।
চিঠিতে পশ্চিমবঙ্গে ব্যবসার সম্ভাবনার কথা উল্লেখ করে সে দেশের শিল্পপতিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা আলাদাভাবে বৈঠক করার আবেদন জানানো হয়েছে।
প্রয়োজন মনে করলে মমতা আমেরিকার বিভিন্ন প্রদেশে গিয়ে পশ্চিমবঙ্গের সম্ভাবনা তুলে ধরে পারেন বলেও জানিয়েছেন ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল চেয়ারম্যান অজয় বাঙ্গা।
চিঠির প্রাপ্তি স্বীকার করে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, কবে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র সফরে যাবেন সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র : শীর্ষ নিউজ ডট কম।
You must log in to post a comment.