সোমবার রাতে চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
কারামুক্তির পর ২৬ জুলাই চিকিত্সার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের চিকিত্সা করান তিনি। এরপর আরও উন্নত চিকিত্সার জন্য ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিত্সা গ্রহণ করেন তিনি।
– প্রিয়ডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.