মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:
লামা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সন্ধায় ৭টায় লামা বাজারস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হোটেল সী-হিল এ মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৬৯তম জন্ম দিন পালিত হয়েছে।
জানা গেছে, বান্দরবানের লামা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে উপজেলা ও পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের শতশত নেতা কর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে বিভিন্ন আনন্দ উদ্দিপনার মধ্যদিয়ে বিশাল আকৃতির কেক কাটা হয়।
জন্ম দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ মাহবুবর রহমান, যুগ্ম সম্পাদক বিজয় কান্তি আইচ, মোস্তফা জামাল, সাবেক লামাপৌরসভার মেয়র ও পৌর আওয়ামীরীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিক সহ প্রমুখ।
এ সময় লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টম্বর গোপাল গঞ্জের টুঙ্গি পাড়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জন্ম গ্রহন করেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এ পর্যন্ত ৩ মেয়াদে ক্ষমতায় রয়েছে। তিনি এ সময় নেতা কর্মীদের উদ্দোগে বলেন, বঙ্গবন্ধুুর আদর্শ বাস্তবায়নে যার যার অবস্থান থেকে নিজ দায়িত্বে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য সকলের প্রতি আহব্বান জানান।
You must be logged in to post a comment.