
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামা উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নুরুল ইসলাম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং চাম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী লামা টাউনহলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণা হয়।
ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৫টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ৫৪ ভোট পেয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী লামার গজালিয়া ইউনিয়নের বড় ফারাংগা খৃজ্জানুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম খাঁন ২১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল দে, ডিরেক্টর পদে মোঃ আজগর হোসেন, বাচিং মার্মা ও মোঃ শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এর দায়িত্ব পালন করেন রহিম উদ্দিন, সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হানিফ ও মোঃ দৌলত জামান।
You must be logged in to post a comment.