শওকত আলম, কক্সভিউ:
কক্সবাজার শহরের জিরো পয়েন্টে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) এর টহলদলের পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহী সৌদিয়া বাসের সাথে ধাক্কা লাগে। এতে কোন হতাহত হয়নি।
সরেজমিনে জানা যায়, ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের হলিডে মোরস্থ জিরো পয়েন্টে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) এর টহলদলের দু’টি পিকআপ ভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল। তার কিছুক্ষণ পরই পেছন দিক থেকে আসা সৌদিয়া পরিবহণের (ঢাকামেট্রো-ব ১১-০০৭২) যাত্রীবাহী বাসটি র্যাবের একটি পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে র্যাবের পিকআপ ভ্যানটি কিছুটা আঘাত হলেও ভাগ্যক্রমে র্যাবের কোন সদস্য হতাহত হয়নি বলে জানা যায়।
You must be logged in to post a comment.