সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টে সোনারপাড়া টমটম মালিক সমিতি জয়ী

শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টে সোনারপাড়া টমটম মালিক সমিতি জয়ী

শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টে সোনারপাড়া টমটম মালিক সমিতি জয়ী

শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টে সোনারপাড়া টমটম মালিক সমিতি জয়ী

শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ দিনের খেলায় রুমখাঁপালং বাছাই একাদশ বনাম সোনারপাড়া টমটম মালিক সমিতির মধ্যে অনুষ্ঠিত তুমুল উত্তেজনা পূর্ণ খেলায় শক্তিশালী রুমখাঁপালং ওয়ানিয়া বাছাই একাদশকে হারিয়ে শিরোপা নেশায় একধাপ এগিয়ে গেল সোনারপাড়া টমটম মালিক সমিতি।

১৮ সেপ্টেম্বর শুক্রবার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রায় ৫ হাজার দর্শক উভয়দল মনোমুগ্ধকর টান টান উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়ে চমক সৃষ্টি করেছে সোনারপাড়া বাছাই একাদশ। খেলার শুরু প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় সোনার পাড়া একাদশের ১০ জার্সিধারী জাফর আলম প্রতিপক্ষের ৩ জন ডিফেন্সকে পরাস্ত করে টুকে দিয়ে বাড়িয়ে দেওয়া বল তারই সতীর্থ ৬নং জার্সিধারী খেলোয়াড় নুরুল আবছার বলটি পেয়ে নান্দিক একটি শটে প্রতিপক্ষকের গোলপোষ্টে বল পৌঁছিয়ে দিয়ে মরণ কামড় দিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হতে ভুল করেননি। একটুপরেই রুমখাঁপালং বাছাই একাদশের ফরোয়ার্ড় মিজানের দুর্দান্ত একটি হেড ঠেকিয়ে গোল কিপারের মর্যাদা অক্ষুন্ন রেখেছেন সোনারপাড়া বাছাই একাদশের কিপার। খেলার ২য় অর্ধে উভয় পক্ষ আক্রমণ আর পাল্টা আক্রমণে উপস্থিত দর্শককে মাতিয়ে তুললেও জেলা রেফারি কমিটির সদস্য আবুল কাশেম কুতুবীর শেষ বাঁশি আর ম্যাচ সেরা আবছারের একমাত্র গোলে পরাজয়ে গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রুমখাঁপালং বাছাই একাদশের প্রায় ৩ হাজার ফুটবলপ্রেমীকে। সহকারীর রেফারি দায়িত্বে ছিলেন, রেফারি কমিটির সদস্য মাষ্টার আনোয়ার ও মো: আলী।

শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টে প্রধান উপদেষ্টা ও জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরীর তত্ত্বাবধানে ছানা উল্লাহর সভাপতিত্বে এবং খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী বাবুল, আবুল হোছাইন মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী সুলতান আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম, আ’লীগ নেতা আবু কায়সার প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/