চকরিয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় সহসা চকরিয়া কলেজকে সরকারিকরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিস্তারিত বলা হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন চকরিয়া কলেজকে সরকারি করণের ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার নজিরবিহীন আমুল পরিবর্তন ঘটেছে। বেসরকারি প্রতিষ্ঠান আজ সরকারিভাবে নিবন্ধন পেয়েছে। অনিশ্চিত জীবনে শঙ্কায় থাকা হাজার হাজার শিক্ষক, শিক্ষিকা সরকারিভাবে নিয়োগ পেয়েছে। সরকার শিক্ষাকে গণমুখী ও শিক্ষিত জাতি গঠনে পরিকল্পিত উন্নয়ন সাধন করছেন। তিনি সোমবার সকালে চকরিয়া কলেজ পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চকরিয়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম শাহাব উদ্দিন, অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, অধ্যাপক শামশুল হুদা, অধ্যাপক মুজিবুল হক রতন, অধ্যাপক সরওয়ার কামাল, অধ্যাপক ফরিদুল আলম, অধ্যাপক সাইফুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সদস্য ফয়সল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক বরইতলী ইউপি চেয়ারম্যান এ.টি.এম জিয়াউদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ।
সভা শেষে সালাহ উদ্দিন সিআইপি কয়েকদফা বন্যায় ক্ষতিগ্রস্ত কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
– প্রেস বিজ্ঞপ্তি।
You must be logged in to post a comment.