বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কক্সবাজার সদর উপজেলা শাখার আওতাধীন চৌফলদন্ডী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার চৌফলদন্ডী ইউনিয়নস্থ হরি মন্দির সংলগ্ন বাঁশি পুকুর পাড় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার আহবায়ক মিঠন কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি- দীপক দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক- সুনিল কান্তি দত্ত, বনরূপা পাড়া সমাজ কমিটির সভাপতি- সদানন্দ দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখার কর্মকতা বলরাম দাশ অনুপম, খোকন দাশ, জনি ধর, সদর উপজেলা শাখার কর্মকর্তা রূপন মলিক, তাপস পাল, হারাধন রুদ্র, বিজয় মজুমদার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট বাপপী শর্মা। প্রথম অধিবেশন শেষে সদর উপজেলা শাখার সভাপতি- দীপক দাশের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন- জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল শর্মা।
বক্তাগণ আসন্ন শারদীয় দুর্গোৎসব যাহাতে উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারে সেই জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা বাড়ানোর জোর দাবী জানান। পরবর্তীতে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন- সুরেশ শর্মা, সাধারণ সম্পাদক নির্বাচিত হন কনক দে।
নির্বাচিত নেতৃবৃন্দকে সদর উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
You must log in to post a comment.