সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ায় ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

earthquakeইন্দোনেশিয়ায় বুধবার ৭.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে অর্থাৎ পশ্চিম সুমাত্রা প্রদেশে এই তীব্র মাত্রার ভূকম্পন হয়েছে। তবে প্রাথমিক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, ৮.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

সবশেষ খবরে ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের ফলে সুমাত্রায় কিছু লোক মারা গেছে। তবে কতজন, সেই সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

তীব্র মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সুনামি সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। উপকূলে তীব্র মাত্রার ভূমিকম্প হলে সুনামি হওয়ার আশঙ্কা থাকে বেশি। এনডিটিভি জানিয়েছে, ইন্দোনেশিয়ার জাতীয় ভূকম্পনকেন্দ্র উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে সুনামি সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউজিসি) জানিয়েছে, ভূকম্পনের কেন্দ্র পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী পাদাং থেকে ৮০৮ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূকম্পনের কেন্দ্র।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়া তাদের প্রশান্ত মহাসাগরীয় কোকোস দ্বীপ ও খ্রিস্টমাস দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল ও পার্থে শহর বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে সেখানে ব্যবস্থা নেবে অস্ট্রেলিয়া।

পাদাংয়ে কয়েক সেকেন্ড ধরে ভূকম্পন অনুভূত হয়। এ সময় লোকজনকে হুড়িহুড়ি করে ঘরবাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় আসতে দেখা যায়। ট্রাফিক ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় এবং রাস্তায় লোকজনে মধ্যে চরম ভীতি দেখা যায়।

২০০৪ সালে ইন্দোনেশিয়া উপকূলে ৮.৯ মাত্রার ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে ভয়াবহ সুনামি হয়। ওই সুনামিতে মারা যায় প্রায় ২ লাখ মানুষ। এই মারাত্মক ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারির বিষয়টি অনেক উন্নত পর্যায়ে এসেছে।

তথ্যসূত্র : রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/