সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে আবারো তিন লক্ষাধিক টাকার ৬টি গরু চুরি : জনমনে আতংক

ঈদগাঁওতে আবারো তিন লক্ষাধিক টাকার ৬টি গরু চুরি : জনমনে আতংক

গরু চুরি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে গরু চুরির মত হীন কর্মকান্ড কোন ভাবেই থামছেনা। এতে করে গ্রামাঞ্চলের সাধারন লোকজন চরম আতংকে দিনাতিপাত করছে। তবে পুলিশী টহল নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি হচ্ছে।

তথ্য মতে, ৩ ডিসেম্বর গভীর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের চান্দেঁর ঘোনা নামক এলাকা থেকে আবারো চোরদল হানা দিয়ে মোহাম্মদ ইসলামের বাড়ীর গোয়াল ঘর থেকে ৩টি এবং মোর্শেদ আলমের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে ম্যাজিক গাড়ীযোগে নিয়ে যায়।

চুরি হওয়া গরুগুলোর আনু মানিক মূল্যে তিন লক্ষাধিক টাকা হবে বলে লোকজন সূত্রে জানা গেছে। তবে বিভিন্ন স্থানে চুরি হয়ে যাওয়া গরুর খোঁজ খবর নিচ্ছে মালিকরা।

তবে স্থানীয় মেম্বার মিজানুর রহমান মুহসিন কক্সবাজার প্রতিদিনকে উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সূত্র মতে, বেশ কিছুদিন পূর্বে ইউনিয়নের চান্দেঁর ঘোনায় কমিউনিটি পুলিশের একটি উপকমিটি গঠন করা হয়। এতে নিস্কৃয়দের স্থান দেওয়ার ফলে এলাকায় চুরিসহ অপরাদ অপর্কমের প্রতি সজাগ না থাকায় এহেন কর্মকান্ড সংঘটিত হয়।

এদিকে তদন্ত কেন্দ্রের ইর্নচাজ আসাদুজ্জামান খানের সাথে কথা হলে তিনি এই ধরনের খবর শুনেননি বলে জানান।

উল্লেখ্য যে, কদিন পূর্বেও পোকখালী থেকে ছয়টি গরু চুরি করে চোর দল। একের পর এক গরু চুরির ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

তবে সচেতন মহলের মতে, চুরিসহ অপরাদ অপকর্ম দমনে রাত্রীকালীন সময়ে পুলিশী টহল বৃদ্ধির জোর দাবী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/