সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে টংঘর থেকে এক ব্যক্তিকে অপহরণ

ঈদগাঁওতে টংঘর থেকে এক ব্যক্তিকে অপহরণ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে আমানুল্লাহ (৪৫) নামের এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের কালিরছড়া ভুতিয়া পাড়া এলাকার একটি পাহাড়ে। অপহৃত ব্যক্তিটি মাছুয়াখালীর মৃত শের আলীর পূত্র বলে জানা যায়।

স্থানীয় সূত্র মতে, অপহৃত ব্যক্তি শুক্রবার দিবাগত রাতে টংঘরে তার প্লট এবং ক্ষেতখামার পাহারা দেওয়ার সময় একটি অপহরণকারীচক্র আমানুল্লাকে জঙ্গলের ভিতর নিয়ে যায়। অপহরণকারী দলের সদস্যরা পরে মুঠোফোনে মাছুয়াখালী বিট কর্মকর্তা জাহাঙ্গীরকে জানায় যে, আমানুল্লাহকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় মেম্বার কামাল উদ্দীনের সাথে কথা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত আমানুল্লাহ সৌদি আরবে বিল্ডিং থেকে পড়ে পায়ে গুরুতর আঘাত পায়। এরপর থেকে সে দেশে এসে বহুদিন চমেকে চিকিংসা নেন, এখনো পর্যন্ত তার পায়ে রড় গাঁথানো রয়েছে। তবে ফাঁকা গুলির শব্দ শুনেননি বলে জানান। বিট কর্মকতা জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি ২৮ ডিসেম্বর রাত নয়টার দিকে আমানুল্লাহ নামের এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছেন বলে মুঠোফোনে অপহৃত ব্যক্তি এমনটি জানান।

মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, অপহরণের ঘটনা ঘটেছে তবে ফাঁকা গুলির বিষয়টি তিনি অবগত নন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার সাথে কথা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

স্বামীকে খুন করতে স্ত্রীর খুনি ভাড়া : অডিও ভাইরাল, #https://coxview.com/rafiq-11-6-2024/

স্বামীকে খুন করতে স্ত্রীর খুনি ভাড়া : অডিও ভাইরাল

স্বামীকে খুন করতে খুনি ভাড়া করার বিষয়ে অভিযুক্ত স্ত্রী হাছিনা আক্তার। খামারী ও বয়লার মুরগী ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/