সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে থেমে থেমে বৃষ্টিপাত : ভোগান্তি চরমে : ঘূর্ণিঝড় আতংক

ঈদগাঁওতে থেমে থেমে বৃষ্টিপাত : ভোগান্তি চরমে : ঘূর্ণিঝড় আতংক


এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সপ্তাহের কড়া রোদের পর হঠাৎ ঈদগাঁওতে দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টিপাতে মানুষের মাঝে দ্বিগুণ ভোগান্তি নেমে আসে। শুক্রবার থেকে বৃষ্টি পড়ছে থেমে থেমে। ফলে শনিবার সকালে অফিসে যাওয়া মানুষজন আর স্কুল-কলেজমুখী শিক্ষার্থীরা পড়েন ভোগান্তিতে। দিন শেষ হলেও সেই ভোগান্তি কমেনি। থেমে থেমে বৃষ্টিপাত কমছেনা কোনভাবেই। ফল মানুষজনকে বৃষ্টি ভোগান্তি নিয়েই ফিরতে হয়েছে ঘরে। তবে এবার বৃষ্টিতে জেলা সদরের ঈদগাঁও বাজারসহ অলিগলি জুড়ে কর্দমাক্তে চেয়ে গেছে। বাজারের পশ্চিম গলি কাঁচাতরিতরকারী বাজারে একদিকে কদমাক্ত, অন্যদিকে রাস্তা সংকীর্ণ। দুই সমস্যায় ভোগছেন বাজারবাসী। ঈদগাঁও চৌফলদন্ডী সগকের বংকিম বাজার ও মাইজ পাড়া জাফরের দোকান সংলগ্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে যাত্রীরা।

সে সাথে হাসপাতাল সড়ক পঁচা পালিতে সয়লাভ হয়ে পড়েছে। রোগীসহ সাধারন লোকজন চরম দূর্ভোগ আর ভোগান্তিতে পড়েছে। বৃহত্তর এলাকার মানুষদের মাঝে ঘূর্ণিঝড় বুলবুলের আতংক কাটছেনা। নারী পুরুষরা চরম আতংকে রয়েছেন। অনেকে বাজার থেকে প্রয়োজনীয় কাজকর্ম সেরে দিনের আলোতেই বাড়ীমুখী হতে দেখা গেছে।

৯ নভেম্বর সকালে কয়েকজন মানুষের সঙ্গে কথা হলে তারা ভোগান্তির কথা জানান। তবে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ব্যবসায়ীসহ সাধারণ মানুষজন নানাভাবে কষ্ট পাচ্ছে। বৃষ্টিতে ভিজে যাওয়ায় অসুখ হতে পারে সে ভয়েই আছে।

আবার অনেকে বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টি হলে যানবাহন সহজে পাওয়া যায় না। শমসু নামের প্রতিবন্ধি জানান, দীর্ঘ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও বাজারে একটি গাড়ী পায়নি। অবশেষে বৃষ্টিতে ভিজে হেঁটে বাড়ীতে আসতে হল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/