সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে বনকর্মী ও বনদস্যুদের মধ্য গোলাগুলি : নিহত ১ : আহত ১২

ঈদগাঁওতে বনকর্মী ও বনদস্যুদের মধ্য গোলাগুলি : নিহত ১ : আহত ১২

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জাধীন মেহেরঘোনা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে বনকর্মী ও বনদস্যুদের মধ্যে গোলা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ উভয় পক্ষে আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। ১৭ আগস্ট সকাল ১০ টায় চান্দেরঘোনার উসন্না মোরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা জেলা সদর হাসপাতালে রয়েছে।

গুলিবিদ্ধদের মধ্যে বনবিভাগের ৭জন আহত হয়। তৎমধ্য বাগান মালি আবদুল মান্নান, রসিদ, ফরেষ্ট গার্ড সবুর আলী, সোহাগ, নবাগত বিট কর্মকর্তা মামুনের অবস্থা আশংকাজনক। মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে অন্যন্যা আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মামুন মিয়া জানান, একদল বনদস্যু শুক্রবার সকালে মেহেরঘোনা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে ঘর তৈরী করছিল। সংবাদ পেয়ে মেহেরঘোনা বনবিটের বনকর্মী ঘটনাস্থলে পৌছেন। এ সময় সশস্ত্র বনদস্যুরা বনকর্মীদের লক্ষ করে গুলি ছুঁড়ে এবং দা দিয়ে বনকর্মীদের কোপায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলা গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৭জন বনকর্মী গুলিবিদ্ধ ও দায়ের কুপে আহত হন। একটি রাইফেল ভেঙ্গে গেছে বলেও জানায়। তবে গোলাগুলিতে নিহত হন মেহেরঘোনার এলাকার মোস্তাক আহম্মদ।

এদিকে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচাজ মিনহাজ মাহমুদ ভুইয়া বনকর্মী-বনদস্যুদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/