সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উসকানি ও গুজব ছড়ানোর অভিযোগে তরুণী আটক

উসকানি ও গুজব ছড়ানোর অভিযোগে তরুণী আটক

র‌্যাবের সঙ্গে আটক হওয়া তরুণী। ছবি: প্রিয়.কম

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোাগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে। ওই তরুণীর নাম ফারিয়া মাহজাবিন (২৮)।

১৬ আগস্ট বৃহস্পতিবার রাতে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা হতে ফারিয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।

রবিউল ইসলাম জানান, নিরাপদ সড়ক চাই আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করতে চেয়েছিলেন ফারিয়া। এ কারণে তার মোবাইলে থাকা ফেসবুক থেকে মিথ্যা স্ট্যাটাস, উসকানিমূলক তথ্য দিয়ে গুজব ছড়িয়েছিলেন। যার কারণে তাকে আটক করা হয়।

ফারিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান রবিউল ইসলাম।

২৯ জুলাই জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা।

আন্দোলনে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও ঘটে। এখন পর্যন্ত ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার ও গুজব ছড়ানোর অভিযোগে বিভিন্ন মামলায় প্রায় ১০০ জনের মতো তরুণ-তরুণী, শিক্ষার্থী ও বিভিন্ন ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সূত্র:মোস্তফা ইমরুল কায়েস-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় ১২টি ভাটাকে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা https://coxview.com/brickfield-mobile-court-rafiq-21-3-24-2/

লামায় ১২টি ভাটাকে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় যৌথ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/