সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কমিউনিটি পুলিশের সচেতনতামূলক সমাবেশ

ঈদগাঁওতে হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কমিউনিটি পুলিশের সচেতনতামূলক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

“চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ভোমরিয়াঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর দুপুরে ঈদগাঁও কমিউনিটি পুলিশের আয়োজনে এবং তদন্ত কেন্দ্রের সার্বিক সহযোগিতার উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোমরিয়াঘোনা হাজী শফিক দাখিল মাদ্রাসার সুপার নুরুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট।

উপস্থিত ছিলেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ সভাপতি নওশাদ মাহমুদ, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক এনাম রনি, ৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক রমজান, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।
সমাবেশ পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক জমিস উদ্দিন।

এ সচেতনতামূলক সমাবেশে বক্তারা বলেন, ছাত্রীদের জীবনকে সুন্দর করে সাজাতে হলে ১৮ এর আগে প্রেম ও বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিন পুলিশকে।

উল্লেখ্য যে, গত ২০ অক্টোবর শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় সচেতনতামূলক সমাবেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন কমিউনিটি পুলিশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/