সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও কলেজ গেইটে যাযাবরদের নিয়ে চরম আতংকিত এলাকাবাসী

ঈদগাঁও কলেজ গেইটে যাযাবরদের নিয়ে চরম আতংকিত এলাকাবাসী

ছবি আছে

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও কলেজ গেইটের উত্তর-দক্ষিন পাশে অবস্থানকৃত যাযাবর (বেদী সম্প্রদায়)কে নিয়ে চরমভাবে আতংকিত রয়েছেন স্থানীয়রা।

বিগত প্রায় দুই সপ্তাহ ধরে এরা অবস্থান করছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ওরা রাত্রিকালে তাদের তৈরীকৃত ঝুপড়ী ঘরে অবস্থান করলেও দিনের বেলায় পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন।

তাদের সাথে নিত্যনতুন মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। এই যাযাবরের কারণে স্থানীয় লোকজন, মুসল্লীসহ ব্যবসায়ীরা প্রতিক্ষণে প্রতিমুহুর্তেই আতংকিত রয়েছেন। এদেরকে নিরাপদ স্থানে সরানোর দাবীও উঠেছে। বর্তমানে এই সম্প্রদায় স্থানীয় লোকজনের সাথে মিশে যাচ্ছে।

অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কঠোরভাবে কড়াকড়ি করলেও এদের বিচরণ থেমে নেই। নিরাপদে অবস্থান করা, অপ্রয়োজনে বাইরে ঘুরাফেরা না করা, দূরত্ব বজায় রাখার কথা থাকলেও এই যাযাবর গোষ্ঠি তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যার কারণেই করোনা ভাইরাস আতংক কাটছেনা স্থানীয়দের মাঝে।

এদিকে মানবাধিকারকর্মী ও শিক্ষানুরাগী আবদু সালাম জানিয়েছেন, এ যাযাবরদেরকে জনবহুল স্থান থেকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হউক। তাদের কারনে স্থানীয়দের মাঝে আতংক কাট ছেনা।

অন্যদিকে স্থানীয় চেয়ারম্যান ছৈয়দ আলমের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/