সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।

করোনার বিস্তার ঠেকাতে ২১ দিনের লকডাউন কর্মসূচির মধ্যেই দেশটিতে মৃতের সংখ্যা একশ ছাড়াল।

অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০৬৭ জন। এদের মধ্যে ১৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৪জন। মারা গেছেন ১১৮ জন।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপরই অবস্থান তামিলনাড়ুর। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। এরপর তেলঙ্গানা ও কেরালা রাজ্য। এখন পর্যন্ত সবচেয়ে কম আক্রান্ত হয়েছে গুজরাটে।

সোমবারের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ২০০। সেখানে মৃত্যু হয়েছে ৪৫ জনের, যা সব রাজ্যের তুলনায় সর্বোচ্চ। সব মিলিয়ে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬৯০ জন।

তামিলনাড়ুতে ৫৭১ জন। সেখানে মারা গেছেন ৫ জন। দিল্লিতে ৫০৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। তেলঙ্গানা রাজ্যে ৩২১ জন, কেরালায় ৩১৪ জন, রাজস্থানে ২৫৩ জন, উত্তরপ্রদেশে ২২৭ জন, মধ্যপ্রদেশে ১৬৫ জন, কর্নাটকে ১৫১ এবং গুজরাটে সর্বনিম্ন ১২২ জন।

এদিকে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ জন। মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ১০ জন।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/