সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে প্রধান শিক্ষকের বিদায় ও বরণ সম্পন্ন

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে প্রধান শিক্ষকের বিদায় ও বরণ সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষকের বিদায় ও নবাগত প্রধান শিক্ষকের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ জুলাই সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলায়তনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার ছালেহ উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন, ঈদগাহ ফরিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মহিউদ্দিন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরওয়ার কামাল আলম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আবু শমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম, শামিম শহীদ, মোঃ ফেরদৌস, আব্দুল করিম, ইরান বাহার, সাবেক সদস্য মাষ্টার বেদারুল ইসলাম, বিদায়ী প্রধান শিক্ষক একে এম আলমগীর, নবাগত প্রধান শিক্ষক মোঃ শহিদুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবচার উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন বিদায়ী প্রধান শিক্ষক তার কর্মকালীন সময়ে শিক্ষা বিস্তারে যে অবদান রেখে গেছেন তা ভূলবার নয়। তিনি সকলের উদ্দেশ্যে আরো বলেন চাকরিতে সময় শেষ হলে সবাইকে একদিন বিদায় নিতে হবে তাই সবাইকে সকল ভেদাভেদ ভূলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার কাজে মনোনিবেশ করতে হবে। এমনকি শিক্ষার্থীদের স্বার্থে দ্বন্ধ-বিভেদ ভূলে গিয়ে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের শ্রেণিকক্ষে আন্তরিক তার সাথে পাঠদান করতে হবে।

বিশেষ অতিথির বক্তেব্যে বক্তারা বলেন, বিদায়ী প্রধান শিক্ষক একজন দক্ষ, জ্ঞানী, সুশিক্ষক ও স্বজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর কর্মদক্ষতায় বর্তমানে এ বিদ্যালয় জেলার একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করেছে। আগামীতে নবাগত প্রধান শিক্ষকও বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য বজায় রেখে বিদ্যালয়ের সুনাম আরো বেশি অর্জন করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অন্যান্যের মতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম, পাপড়ী রুদ্র , এনামুল হক, আতিক আহমদ, সোলতান আহমদ, চিত্রা পাল, শাহিমা বেগম, রোকেয়া বেগম, নুরুল ইসলাম, বিকাশ প্রনয় দে, সহকারী শিক্ষক সালেহা বেগম, এন এম সাহাব উদ্দিন, রেজাউল করিম, শহিদুল্লাহ সিকদার, সাবরিনা কামরুল ঈশিতা, মাহমুদুল হক , জিয়াউল হক, মিশন চৌধুরী, রবিউল হাসান, আকতার কামাল, সাহাব উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, কিশোর পাল ও শাহাজাহান সিরাজ, প্রাক্তন ছাত্র ও ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদ প্রমূখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের বিস্ময়কর সাফল্য https://coxview.com/quantum-cosmo-school-and-college-rafiq-07-03-2024-1/

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের বিস্ময়কর সাফল্য

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো জিমনেসিয়াম (এনএসসি), পল্টন -এ প্রথমবারের মতো ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/