সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / এই সপ্তাহেই বাজারের আসছে বাংলাদেশ দলের জার্সি

এই সপ্তাহেই বাজারের আসছে বাংলাদেশ দলের জার্সি

ছবি- সময়টিভি.কম

জাতীয় দলের ক্রিকেটারদের জন্য তৈরি হয়ে গেছে ইংল্যান্ড বিশ্বকাপের পরিবর্তিত জার্সি। এই সপ্তাহের মধ্যেই সাধারণ দর্শকদের জন্য বাজারজাত করা হবে নতুন জার্সি। এমনটাই জানিয়েছেন জার্সি তৈরি কারী প্রতিষ্ঠান স্পোর্টস এন্ড স্পোর্টিজ এর ব্যবস্থাপনা সহযোগী মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টু। তবে শঙ্কা প্রকাশ করেছেন আসল জার্সি আসার আগেই নকল জার্সি বাজারে ছড়িয়ে পরার। বিষয়টি নিয়ে সতর্কতার কথা বলছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে কেন লাল রং নেই! এই একটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার ঝড়। শেষ পর্যন্ত জার্সি পরিবর্তন করতে বাধ্য হয় বিসিবি। ব্যাখ্যা দিতে হয়েছে কেন এমন হলো জার্সি তৈরীতে। সংসদে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীও।

এবার আসছে সেই পরিবর্তিত জার্সি। সবুজ জার্সিতে লাল রং দিয়ে তৈরি হয়েছে নতুন জার্সি। বিশ্বকাপে ক্রিকেটাররা যে জার্সি পড়ে খেলবেন তা প্রস্তুত হয়ে গেছে এরই মধ্যে। শিগগিরই তারা পেয়েও যাবেন জার্সি।

সমর্থকদের জন্যও আছে সুখবর। এই সপ্তাহের মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে বিশ্বকাপের নতুন জার্সি। এমনটাই জানিয়েছেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সহযোগী
মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টু।

শঙ্কার কথাও বলছেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আসল জার্সি বাজারে আসার আগে এরই মধ্যে বের হয়ে গেছে নকল জার্সি। তাই বিশ্বকাপ জার্সির স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠানটি রয়েছে বেশ চিন্তায়। তবে জার্সি জালিয়াতি প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/