সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / দেশ সেরাদের নিয়ে দল গঠন, ইনজুরি ছাড়া কোন পরিবর্তন নয়

দেশ সেরাদের নিয়ে দল গঠন, ইনজুরি ছাড়া কোন পরিবর্তন নয়

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভাল করলে, সুযোগ থাকবে বিশ্বকাপে এমন গুঞ্জনকে উড়িয়ে দিলেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। বিষয়টি পরিষ্কার করে বলেন, শুধুমাত্র কেউ ইনজুরিতে পরলেই সুযোগ হবে হবে আয়ারল্যান্ড সফরে থাকা অন্য ক্রিকেটারদের। এদিকে, প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভাল করা ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে ১১ মে থেকে।

শুরু হয়ে গেছে টাইগারদের বিশ্বকাপ মিশন। আয়ারল্যান্ডে শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সাকিব তামিমরা। ত্রিদেশীয় সিরিজে বিশ্বকাপের ১৫ সদস্যের সাথে আয়ারল্যান্ডে গেছে অতিরিক্ত আরো ৪ ক্রিকেটার।

আইসিসি’র নিয়ম অনুযায়ী ২৩’মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে প্রতিটি দলের। সেই ভাবনা থেকে এর আগে বলা হচ্ছিলো আয়ারল্যান্ড সফরে ভাল করাদের সুযোগ হতে পারে বিশ্বকাপ দলে। তবে বিষয়টি আবারো স্পষ্ট করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। জানিয়েছেন দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে ঘোষণা হয়েছে বিশ্বকাপ দল। তাই ইনজুরি ছাড়া আসছে না কোন পরিবর্তন।

ঢাকা প্রিমিয়ার লিগের পারফর্মারদের নিয়ে পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলো বিসিবি। এছাড়া বিশ্বকাপে কেউ ইনজুরিতে পরলে তাদের পরিবর্তে পাঠানোর মতো কিছু ক্রিকেটারও প্রস্তুত রাখতে চায় বোর্ড। এগুলো বিবেচনায় নিয়ে আগামী ১১’মে থেকে শুরু হচ্ছে ক্যাম্প। যেখানে জায়গা হচ্ছে ডিপিএল সেরা পারফরমারদের।

তাছাড়া শীঘ্রই ঘোষণা করার কথা রয়েছে বিসিবি ‘এ’ এবং এইচপি দল। পরবর্তীতে তাদের নিয়ে দেশের বাইরে সফর করার কথাও জানান আকরাম খান।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/