সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / একই ধারাবাহিকে তারা চারজন

একই ধারাবাহিকে তারা চারজন

ধারাবাহিক নাটকের গল্পের প্রধান চরিত্রের নাম অনল। এ অনলকেই মন থেকে ভালোবাসে রূপকথা, নেবুলা, ফুলকি ও আলো। সবাই অনলকে পেতে চায়। কিন্তু মেধাবী, প্রাণোচ্ছল ছেলে অনলের একসময় মানসিক বিপর্যয় হয়। তার পরিবারে নেমে আসে বিপর্যয়। এমনই রোমান্টিক এবং সংসার জীবনের টানাপড়েনের গল্প নিয়ে নিজের রচনায় মাতিয়া বানু শুকু নির্মাণ করেছেন ১০৪ পর্বের ধারাবাহিক নাটক ‘আগুন আল্পনা’ এবারই প্রথম এ নাটকে চার অভিনেত্রী একসঙ্গে অভিনয় করছেন। তারা হচ্ছেন রূপকথা চরিত্রে তমালিকা কর্মকার, নেবুলা চরিত্রে অ্যানি খান, ফুলকি চরিত্রে স্বর্ণা এবং আলো চরিত্রে টয়া।

চলতি সপ্তাহে নাটকটির দৃশ্যধারণে শিল্পীরা অংশ নেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তমালিকা কর্মকার বলেন, ‘রূপকথা এ নাটকের চ্যালেঞ্জিং একটি চরিত্র। যে কারণে যথেষ্ট মনোযোগ দিয়ে কাজটি করতে হচ্ছে। নির্মাতাও দারুণভাবে সহযোগিতা করছেন। সব মিলিয়ে এটি আমার ভালোলাগার একটি কাজ, যার সঙ্গে আমি অনেক আগ্রহ নিয়েই সম্পৃক্ত থাকি শুটিংয়ের সময়। এরই মধ্যে এটি প্রচার শুরু হয়েছে। খুব ভালো সাড়া পাচ্ছি।’

অ্যানি খান বলেন, ‘শুকু আপার নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। তার সঙ্গে কাজ করেই অনুধাবন করছি তিনি অসাধারণ একজন রচয়িতা এবং নির্মাতা।’ স্বর্ণা বলেন, ‘আমি ফুলকি চরিত্রে অভিনয় করছি। বেশ মজার একটি চরিত্র। কাজটি করে বেশ ভালো লাগছে।’

আলো চরিত্রে রূপদানকারী টয়া বলেন, ‘এতে আমি গ্রামের সহজ-সরল এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। নতুন এক পরিবেশের সঙ্গে একটি মেয়ের যুদ্ধ আমার অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হচ্ছে। আমি খুব উপভোগ করছি এ নাটকে অভিনয়ের সময়টা। কৃতজ্ঞ শুকু আপার কাছে।’

নির্মাতা মাতিয়া বানু শুকু জানান, এরই মধ্যে ধারাবাহিকটির ৫৫ পর্ব চ্যানেল নাইনে প্রচার হয়েছে। সপ্তাহের প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হয়। পরদিন সকাল সাড়ে ৭টায় পুনঃপ্রচার হয়।

এবারের ঈদে তমালিকাকে অনিমেষ আইচের নির্দেশনায় ‘মায়াবতী’ টেলিফিল্মে অসাধারণ এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অ্যানিকে আসছে ঈদে উপস্থাপনায় দেখা যাবে বিটিভি এবং এসএটিভিতে। র্স্বণা শেষ করেছেন অপূর্বর বিপরীতে গোলাম মুক্তাদিরের নির্দেশনায় ‘যে শহরে ভালোবাসা হলুদ গল্প নয়’ নাটকের কাজ।

অন্যদিকে টয়া সাম্প্রতিক সময়ে ভিকি জায়েদের নির্দেশনায় ‘রূপ’ নামে একটি শর্টফিল্মে অভিনয় করে বেশ আলোচনায় চলে আসেন। এটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে।

সূত্র:globetodaybd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/