সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঘূর্ণিঝড় মোরায় নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের লেখাপড়া ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে- এমপি আশেক

ঘূর্ণিঝড় মোরায় নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের লেখাপড়া ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে- এমপি আশেক

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘূর্ণিঝড় মোরায় নিখোঁজ জেলে পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন নিখোঁজ জেলে পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়াও গত ১৩ জুন (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রবল বজ্রপাতে নিহত লেমশীখালী ইউনিয়নের মোঃ ছোটনের পরিবারে ২০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজন চৌধুরী, কক্সবাজার জেলা আ’লীগের সিনিয়র সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি শফিউল আলম কুতুবী, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান নূরুচ্ছাফা বি.কম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুভ্রাত দাশ, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আছাদ উল্লাহ চৌধুরী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ রাসেল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনসহ সংগঠনের অসংখ্যনেতা-কর্মী ও ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় আশেক উল্লাহ চৌধুরী এমপি বলেন, ঘূর্ণিঝড় মোরায় নিখোঁজ জেলে পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ এখানে শেষ নয়, তাদের পরিবারের বিভিন্ন সমস্যায় পাশে থাকবে বর্তমান আ’লীগ সরকার। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের লেখাপড়া ও ভরণ পোষনের দায়িত্ব নেওয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/