সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চার রুপে নাচের ভাবনা!

চার রুপে নাচের ভাবনা!

‘নাচ’ এই দুটি অক্ষরের মিলনে যে সৃষ্টি ঘটে তার ব্যখ্যা আসলে দেওয়া মুশকিল। তবে এতটুকু বলা যেতে পারে যে, যিনি নাচতে পারেন তিনি সবকিছুই করতে পারেন। তেমনি নাচের মানুষ হয়েও তুখোড় অভিনয় করতে পারেন আশনা হাবীব ভাবনা। ছোটবেলা থেকেই যার নাচের সঙ্গে প্রেম। সেই প্রেম থেকেই ভালোবাসা আর এখন ভালো থাকা। যদিও দুই পর্দায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ এখনও মুক্তির অপেক্ষায়। অন্যদিকে আসছে ঈদের অনেক নাটকেই কাজ করেছেন তিনি।

তিনি বলেন, ‘আসছে ঈদে বিটিভি’র একটি ঈদ অনুষ্ঠান এটি। নাম ‘পরিবর্তন’ এই অনুষ্ঠানটিতে মূলত আমি নাচরে চার রুপে হাজির হচ্ছি। সেগুলো হলো ভরতনাট্যম, কত্থক, সাপের নৃত্য ও অ্যারাবিয়ান ড্যান্স।’

তিনি আরও বলেন, ‘নাচ নিয়ে আসলে কী বলব আর, এখন নাচের নামে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তা আসলে কী হচ্ছে সেটা যারা করছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমি যেহেতু নাচের মানুষ, তাই আমি এখন নাচের অনুষ্ঠান নিয়ে শঙ্কার মধ্যে আছি। তাই ভালো কোনো অনুষ্ঠান না হলে আমি নাচতে যাই না। বিটিভি’র আনজাম ভাই আমাকে বলেছিল আমি যা ইচ্ছা তাই করতে পারব। তাই আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ ভালোটা দিতে। বাকিটা দর্শক ভালো বলতে পারবে। নাচলে আমি শান্তি পাই।’

আসছে ঈদের তৃতীয় দিন অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হবে রাত ১০টা ২৫ মিনিটে।

সূত্র:কুদরত উল্লাহ/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/