সাম্প্রতিক....
Home / জাতীয় / একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একুশে পদক ২০১৮-প্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা, গবেষণা, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতি স্বরূপ ২১ গুণী ব্যক্তির হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮ সালে একুশে পদকের জন্য মনোনীতদের হাতে পদক ও সম্মাননা পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

এবারের একুশে পদক পাওয়া ২১ জন হলেন- ভাষা আন্দোলনে মরহুম আ. জা. ম. তকীয়ুল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, শিল্পকলায় (সংগীত) শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো: খুরশীদ আলম, মতিউল হক খান, শিল্পকলা (নৃত্য) মীনু হক (মীনু বিল্লাহ), শিল্পকলা (অভিনয়) হুমায়ুন ফরীদি (মরণোত্তর), শিল্পকলা (নাটক) নিখিল সেন, শিল্পকলা (চারুকলা) কালিদাস কর্মকার, শিল্পকলা (আলোকচিত্র) গোলাম মুস্তাফা।

এ ছাড়া সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক (মরণোত্তর), অর্থনীতিতে ড. মঈনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও খালেকদাদ চৌধুরী।         সূত্র:ফারজানা মাহাবুবা-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

অ্যাড: মোঃ সালাউদ্দিন চৌধুরী এর মৃত্যুতেকক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ https://coxview.com/shok-300-salauddin-chowdhury-5-9-2000/

অ্যাড: মোঃ সালাউদ্দিন চৌধুরী’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ : আগামীকাল জানাজা

প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার পৌরসভার পল্লবী লেইন, দক্ষিণ টেকপাড়া নিবাসী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/