সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

কক্সবাজারে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন


সংবাদ বিজ্ঞপ্তি :
“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ১০ মার্চ শনিবার সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে হলিডে মোড় হয়ে শহীদ দৌলত ময়দানে শেষ করে। র্যালি শেষে শহীদ দৌলত ময়দানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় অগ্নিকাণ্ড-ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, জেলা প্রশাসক, কক্সবাজার।

সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার।

এতে আরো উপস্থিত ছিলেন মোঃ রইসউদ্দিন মুকুল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ আবদুল মালেক, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মোহাম্মদ শফিউল আলম সাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কক্সবাজার সদর, ডেপুটি সিভিল সার্জন, সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/